UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ছুটির আমেজ খুলেছে ব্যাংক-অফিস-আদালত

koushikkln
জুলাই ১২, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ার বাজার খুলে দেওয়া হয়েছে। তবে অফিসে উপস্থিতির হার খুবই কম। যারা উপস্থিত হয়েছেন তাদের পরস্পরের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

আজ মঙ্গলবার (১২ জুলাই) সরেজমিন দেখা যায়, মূলত যারা রাজধানী ছেড়ে যাননি, তারাই নির্ধারিত সময়ে অফিসগুলোতে হাজির হয়েছেন। ঢাকার আশপাশের জেলাগুলোতে যারা বাড়ি যান, তাদের অনেককে সরাসরি ব্যাগ নিয়ে অফিসে আসতে দেখা গেছে। সকাল ১০টা থেকে ব্যাংকে লেনদেন শুরু হয়েছে। আর চলবে বিকাল ৪টা পর্যন্ত । ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবশ্য ঈদের ছুটির পর প্রথম দিন হওয়ায় ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও গ্রাহক উপস্থিতি খুবই কম। কর্মকর্তাদের উপস্থিতি অনেকটাই কম। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহ জুড়ে থাকবে ছুটির আমেজ।
গত ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হয়। এ জন্য ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ছিল। যদিও এর আগে ৮ তারিখে ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার।