ঊষার আলো ডেস্ক : সন্তানের নাম একটু ব্যতিক্রমী রাখতে চেয়েছিলেন ইন্দোনেশিয়ার স্লামেট ইয়োগা ওয়াউদি (৩৮)। কাজেই নিজের কর্মক্ষেত্রকে সম্মান জানাতে সেই প্রতিষ্ঠানের নামেই নাম রাখেন তার ছেলের।
গত বছর ডিসেম্বরে এ দম্পতি বাবা-মা হন। ওয়াউদি নিজের সাবেক কর্মস্থলের প্রতি সম্মান দেখিয়ে তার ছেলের নাম রাখেন ‘দিনাস কমিউনিকাসি ইনফর্মাতিকা স্ট্যাটিস্টিক’ কিংবা ‘ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্যাল কমিউনিকেশন।’ ওয়াউদির ৩১ বছর বয়সী গর্ভবতী স্ত্রী রিরিন লিন্ডা তুঙ্গাল সারিও তার কথায় রাজি হয়ে সন্তানের নাম বাছাই করার অনুমতি দেন। কিন্তু ওয়াউদির বাবা-মাসহ তার পরিচিতজনরা এ নাম নিয়ে আপত্তি তুলেছেন।
(ঊষার আলো-এফএসপি)