ঊষার আলো রিপোর্ট : অবশেষে জ্বালানি তেলে ৫টাকা দাম কমিয়েছে সরকার। ডিজেলের আমদানি শুল্ক ও কর কমিয়ে রবিবার প্রজ্ঞাপন দেয় এনবিআর। এর ফলে দু-এক দিনের মধ্যেই ডিজেলের মূল্য সমন্বয় হতে পারে বলে আগেই জানা গিয়েছিল।
সোমবার (২৯ আগস্ট) ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত ১টার পর থেকে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমবে।
নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরসিনের দাম হবে লিটার ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে। পরে প্রজ্ঞাপন জারি করে সরকার।
ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রলের দাম ছিল ৮৬ টাকা।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পর শুল্ক কমানোর দাবি ওঠে। রবিবার এনবিআর শুল্ক ও কর কমানোর পদক্ষেপ নেয়।