UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

usharalodesk
অক্টোবর ৩, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর বাজার থেকে সাফরোজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেসুর রহমান আকন্দ জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় সাফরুজকে গ্রেফতার করে রাতেই ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়।

জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ  ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হয়। ওই ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী  এম এ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোট ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার করা হয় মুন্নাকে।

ঊষার আলো-এসএ