UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম করোনায় আক্রান্ত

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম করোনা আক্রান্ত হয়েছে। এ জন্য ২২ মার্চ সোমবার থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলায় অংশ নিতে পারছে না তিনি।
গত শুক্রবার করোনা টেস্ট করানোর পর তার রিপোর্ট পজিটিভ এসেছে। রোববার আরো একবার টেস্টের জন্য নমুনা দিয়েছেন তিনি। আজকের ম্যাচের আগে রিপোর্ট পাওয়া যায়নি। এজন্য প্রথম রাউন্ডে তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সাদমান নিজেই।
এই টেস্টে নেগেটিভ আসলেই এনসিএলের দ্বিতীয় রাউন্ডের খেলায় মাঠে নামতে পারবে সাদমান। এনসিএল শুরুর আগে অংশগ্রহণকারী ক্রিকেটাররা অনেকেই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু সাদমান নেননি। সাদমান খেলছে ঢাকা মেট্রোর হয়ে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের খেলা। টস জিতে প্রথমে ব্যাটিং করছে বরিশাল বিভাগ।

(ঊষার আলো- এম.এইচ)