UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

ঊষার আলো
অক্টোবর ৯, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে। দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

শনিবার (৯ অক্টোবর) মুজিবুল হক চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

করোনায় আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া এই দলটিতে গত ২ বছরেরও বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

(ঊষার আলো-এফএসপি)