UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি মাকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের

ঊষার আলো
সেপ্টেম্বর ৮, ২০২১ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণের জন্য ইমরান শরীফ কর্তৃক বাসার ভিতরে সিসিটিভি অপসারণ এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে থাকা অবমাননাকর ভিডিও অপসারণে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

জাপানি মায়ের আবেদনের শুনানি নিয়ে আজ (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরদিকে, ছিলেন অ্যাড. ফওজিয়া করিম ফিরোজ।

শুনানিতে শিশির মনির বলেন, এরিকো ২ মেয়ের সাথে রাতে থাকতে চান। এছাড়া কেনাকাটা ও বিনোদনমূলক কাজে অংশ নেওয়ার জন্য শিশুদের সাথে নিয়ে ইউনিমার্ট যেতে চান। তিনি আরও বলেন, ‘আরও একটি বিষয় বলতে চাই, তবে লজ্জা লাগছে। আবেদনের পৃষ্ঠা উল্লেখ করে ভিডিও লিংক দেওয়া আছে। সেখানে কমপক্ষে ১৭টি লিংক রয়েছে। যেখানে জাপানি নারীকে নিয়ে বিভিন্ন চটকদার ভিডিও এবং নারী উপস্থাপকরা উপস্থাপনা করেছেন। কোনোটিতে ২ মিলিয়ন, ৪ মিলিয়ন, ৬ মিলিয়ন এমনকি ৭ মিলিয়ন ভিউয়ার (দর্শক)। প্রায় ৭০ লাখ মানুষ দেখেছেন এই ভিডিওগুলো। এগুলো অপসারণের নির্দেশনা চাই।

তখন আদালত বলেন, ‘ভিডিও লাইক-শেয়ারে নাকি আয়-ইনকাম হয়?’ ঠিক তখন শিশির বলেন, ‘হ্যাঁ, এসব ভিডিও লাইক-শেয়ারে আয়-ইনকাম হয়।’

(ঊষার আলো-আরএম)