UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

usharalodesk
অক্টোবর ৪, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার (৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জাপানের সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সোমবার (৪ অক্টোবর) জাপানের আইনসভার ২টি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর ফুমিও কিশিদা আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ।

এর আগে, জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ী ইয়োশিহিদা সুগা। কিন্তু জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে যেয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েছেন তিনি। তাই দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুগা।

(ঊষার আলো-আরএম)