বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার মোল্লাহাটে জামান ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মোল্লাহাট হাসপাতাল মোড়ের ডাঃ আব্দুস ছাত্তার মঞ্জিল থেকে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জামান ফাউন্ডেশন, এ্যাডভান্স জামান সেন্টার, ঘোনাপাড়া, গোপালগঞ্জ এর চেয়ারম্যান ও এম. বদিউজামান বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এম বদিউজ্জামানের উদ্যোগে গোপালগঞ্জের নিজবাড়ী সুফিয়া মঞ্জিল থেকে ৮শ’ ব্যাগ এবং মোল্লাহাট থেকে ২শ’ ব্যাগ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিব্যাগে চাউল, চিনি, খেজুর, ছোলা ও মুড়ি দেওয়া হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, মোঃ রফিকুল ইসলাম শিমুল, শারমীন সুলতানা ঝুমুর প্রমুখ।