UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান কামাল গ্রেফতার

usharalodesk
ডিসেম্বর ৪, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৫ আগস্ট চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন। যা এখনো তদন্তাধীন আছে।

জামালগঞ্জ থানার ওসি শ. ম কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাজমুল হক জানান, নাশকতার একটি মামলায় জামালগঞ্জ থানা পুলিশ কামাল হোসেনকে গ্রেফতার করেছে।

ঊষার আলো-এসএ