UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে অ্যালকোহল পানে মৃত ২ জন

pial
জুন ১, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পানে দুই জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অসুস্থ হয়েছেন আরো দুজন। মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মে) রাতে মাদারগঞ্জের তেঘরিয়া বাজারের একটি ওষুধের দোকান থেকে হাফিজুর, ইমরান হাসান, রবীন্দ্র রবী দাস ও উবায়দুল্লাহ নামে ৪ জন ব্যক্তি অ্যালকোহল কিনে পান করেন। মঙ্গলবার (৩১ মে) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদের মধ্যে হাফিজুর ও ইমরান হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। অসুস্থ রবীন্দ্র রবী দাস ও উবায়দুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখনো ।

খবর পেয়ে বুধবার (১ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

(ঊষার আলো-এসএইস)