UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

ঊষার আলো
মে ৩০, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জামালপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সদর উপজেলার কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল কালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুখছেদুর রহমান হারুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সবুজ প্রমুখ।

এসময় বক্তারা বিএনপি নেতাকর্মীদের নামে একেরপর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। পরে হতদরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

জেলার ৭টি উপজেলার দুই শতাধিক স্পটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে বলে জানিয়েছে দলীয় নেতৃবৃন্দ।

ঊষার আলো-এসএ