UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জামালপুর সদর উপজেলা তিতপল্লা গ্রামের নিখোঁজের ১ মাস পর হাবিবুর রহমান নামে ১ ছাত্রের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিবুর রহমান সদর উপজেলার তিতপল্ল্যা হবদেশ গ্রামের মো. জাহান আলীর ছেলে এবং হবদেশ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান বলেছেন, হাবিবুর রহমান গত ২২ ফ্রেরুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে ২৩ ফ্রেরুয়ারি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২২ মার্চ সোমবার বিকেলে এলাকার লোকজন তার বাড়ির পাশের এলাকার একটি জলাশয়ে অর্ধগলিত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ মাথা বিহীন হওয়ায় তার পড়নের কাপড় দেখে হাবিবুরের পরিবার তাকে শনাক্ত করেন। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জামালপুর সদর থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন বলেন।

 

(ঊষার আলো: এম.এইচ)