ঊষার আলো ডেস্ক : জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে হারারেতে ১ম ওয়ানডেতে ৯ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে লিটন দাস সর্বোচ্চ ১০২ রান করেন । ১ ম্যাচ পর একাদশে ফিরে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ৭৪ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়েকে কঠিন লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এবার বোলাররা কেমন করেন সেটাই দেখার বিষয়। শেষটা দেখালেন মিরাজ-আফিফ। যেমনটা দরকার ছিল ঠিক তেমনটাই করলেন মিরাজ ও আফিফ। সেঞ্চুরিয়ান লিটন ৪১তম ওভারে সাজঘরে ফিরলেও ক্রিজে আসেন মিরাজ। সেখান থেকে ৭ম উইকেটে ৪১ বলে ৫৮ রান যোগ করেন মিরাজ ও আফিফ। মিরাজের ব্যাট থেকে ২৫ বলে আসে ২৬ রান। আফিফ ৩৪ বলে ৪৫ রান করেন। দুজনকে ৪৯তম ওভারে আউট করেন পেসার লুক জংওয়ী। ওই ওভারে তাসকিন আহমেদ দুই রান নিতে গিয়ে রান আউট হন। সর্শেষ স্কোর: জিম্বাবুয়ে ১৩-১, বাংলাদেশ ২৭৬/৯।
(ঊষার আলো-আরএম)