UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

pial
নভেম্বর ৬, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের ফলে চলতি বিশ্বকাপ আসর থেকে দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। কাজে একেবারে নিশ্চিন্ত মনেই এবার খেলতে নেমেছে ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মাঠে টস করতে নামেন রোহিত শর্মা ও টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ভারত ও জিম্বাবুয়ের এ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

ভারতীয় একাদশ:

লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদিপ সিং।

জিম্বাবুয়ে একাদশ:

ওয়েসলি মাধবিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিয়ঙ্গা, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

(ঊষার আলো-এফএসপি)