UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জোড়া আঘাতের পর ফিল্ডিংয়ে হতাশ করলেন মিরাজ

usharalodesk
আগস্ট ৩১, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : শুরুর ধাক্কা সামলে নেওয়া পাকিস্তান তখন লাঞ্চ বিরতি থেকে সবে ফিরেছে। উইকেটে দুই সেট ব্যাটসম্যান শান মাসুদ ও সাঈম আইয়ুব। এই দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখান মিরাজ। মিরাজের জোড়া আঘাত নিয়ে যখন প্রশংসা হচ্ছিল। তখনই এক ভুল করে বসেন মিরাজ। নাহিদ রানার বলে সৌদ শাকিলের সহজ ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে দাঁড়ানো মিরাজ।

নাহিদ রানার ওই ওভারে আরও একবার অল্পের জন্য গালিতে ধরা পড়েননি শাকিল। জাকির হাসানের ঠিক সামনে বল পড়ায় বিপদ ঘটেনি বাঁহাতি ব্যাটসম্যানের। উল্টো বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে জাকিরের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানে সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। ১৬ রানে ব্যাট করছেন বাবর। ৫ রানে উইকেটে আছেন শাকিল।

এর আগে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সকালের শুরুতেই বল হাতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ১৪ মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন। তার দারুণ এক ডেলিভারিতে প্রথম ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের। শূন্য রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

ঊষার আলো-এসএ