UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

usharalodesk
মে ১১, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোরের ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে লিটন নামের এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। ১০ মে সোমবার দিনের কোনো এক সময়ে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হন তিনি।
পুলিশের সূত্রে জানা যায়, বিস্ফোরণে আহত হওয়ার পর বাড়িতেই গোপনে চিকিৎসা নিয়েছিলেন লিটন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার দিবাগত রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পরিবারের সদস্যরা। পথিমধ্যে আজ ১১ মে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়েছে। লিটনের বাড়ি উপজেলার হাজিরবাগ ইউনিয়নের হাঁড়িয়াখালি পাঁচপোতা গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ডের সদস্য।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেছেন, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন লিটন। গতরাতে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে। লিটনের মৃতদেহ ফিরিয়ে আনা হচ্ছে বলে শুনেছি। আমরা এখন তার বাড়িতে যাচ্ছি।

(ঊষার আলো- এম. এইচ)