UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে আলমসাধু-মোটরবাইকের সংঘর্ষে মৃত যুবক

pial
মে ১৯, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে ইমন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলার পাতিবিলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৮টার দিকে ইমন কালীগঞ্জ শহর থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় মোটরবাইকের সামনের চাকা খুলে যায় ও ইমন রাস্তার পাশে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

(ঊষার আলো-এসএইস)