UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে কথা কাটাকাটির মধ্যেই বন্ধুকে কুপিয়ে হত্যা

ঊষার আলো
মে ২, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের ভ্যাকুচালক সম্রাট নামের ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে গ্রামের প্রাইমারি স্কুলের সামনে কথা কাটাকাটির মধ্যেই বন্ধুকে কুপিয়ে খুন করে বলে পুলিশ জানিয়েছে। তবে খুনির নাম জানায়নি পুলিশ।
প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তি ও তার বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের এই ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
গ্রাম্য সূত্রগুলো থেকে জানা যায়, নিহত সম্রাট মাটি কাটা ভেকুমেশিন চালক। তারা মনে করছে টাকা ভাগাভাগি নিয়ে ২ বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনাটি ঘটেছে থাকতে পারে। তবে ওই বন্ধুর নাম প্রকাশ করেনি গ্রামবাসীরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম পুলিশ জানতে পারলেও গণমাধ্যমের কাছে কিছুই জানাননি তারা।

(ঊষার আলো- এম. এইচ)