UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ঊষার আলো
ডিসেম্বর ২৭, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :ঝিনাইদহ শহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৪) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রকিবুল ইসলাম শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি শহরের ব্রাক ব্যাংকের নাইট গার্ডের চাকুরি করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষ করে সকালে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রকিবুল। পথে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঊষার আলো-এসএ