UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহ জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কালুহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, কালুহাটি গ্রামে বাড়ির পাশে এক পুকুরে অসাবধনতাবশত বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। সেই পুকুরে জিহাদ মাছ ধরার জন্য নামলে বিদ্যুৎ স্পর্শ হয়ে সে মারাত্বক অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঊষার আলো-এমএনএস)