UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মুত্যু

ঊষার আলো
জুন ১, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রোকন শিকদার (৩৩) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে। ৩১ মে সোমবার রাতে টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এ সময়ে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
নিহত রোকন শিকদার টঙ্গীর হাজী মাজার বস্তির এলাকার বাসিন্দা।
র‌্যাবের দাবি, নিহত রোকন শিকদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র‌্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালায়। এ সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে মাদক ব্যবসায়ী রোকন শিকদারের মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)