UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন নিয়ন্ত্রণে

ঊষার আলো
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভান্ডারের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, শনিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আধ ঘণ্টার পর বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঊষার আলো-এসএ