UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

ঊষার আলো
অক্টোবর ১১, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে। রবিবার সংস্থাটির ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা)। রানার্সআপ দল ৮ লাখ ডলার (৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা )। আর সেমিফাইনালে পরাজিত দুই দল ৪ লাখ ডলার (৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা) করে পাবে। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য মোট ৫.৬ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। যেগুলো অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।

আর যে দলগুলো মূল পর্ব হতে বাদ পরবে তারা ৭০ হাজার ডলার (৫৯ লাখ ৮৬ হাজার ২৮৮ টাকা) পাবে। প্রথম রাউন্ড বা বাছাই পর্ব হতে বাদ পরা দলগুলোও ৪০ হাজার ডলার করে পাবে।

এছাড়াও টুর্নামেন্টের সুপার টুয়েলভ বা মূল পর্বের প্রতিটি ম্যাচে বিজয়ী দল একটি নির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবে। সংখ্যাটা ৪০ হাজার ডলার (৩৪ লাখ ২০ হাজার ৭৩৬ টাকা)। আর বাছাই পর্বের জয়ী দলগুলোও একই পরিমাণ টাকা পাবে।

(ঊষার আলো-এফএসপি)