UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে সাকিব আল-হাসান

pial
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিনেই খুশির খবর পেলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কাপ্তান সাকিব আল-হাসান। সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে ফেরেন তিনি।

আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে বর্তমানে ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন সাকিব।

ওয়ানডে ফরম্যাটেও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে রয়েছেন সাকিব। তার রেটিং ৩৭২ পয়েন্ট, আর টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এ ফরম্যাটে সাকিবের সামনে আছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।
টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে গত সপ্তাহের হালনাগাদে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন আফগান দলের কাপ্তান নবি।

(ঊষার আলো-এফএসপি)