ক্রীড়া ডেস্ক : ক্রিকেটীয় বিপর্যয়। আর কিইবা বলা যায়। ১৪৫ তাড়া করারও সামর্থ্য তবে কি হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তা-ও এমন একটি দলের কাছে সিরিজ হারতে হলো, ক্রিকেট যাদের মগজেই নেই। বেসবল ও বাস্কেটবল অন্তঃপ্রাণ মার্কিন যুক্তরাষ্ট্র যে দলটিকে এবার টি ২০ বিশ্বকাপে খেলাবে, তাদের প্রায় সবাই অন্য বাগানের ফুল। গত পরশু ছয় রানে জেতা দ্বিতীয় টি ২০তে ২৫ রানে তিন উইকেট নিয়ে যিনি ম্যাচসেরা হয়েছেন, শেষ ওভারের হিরো সেই আলী খানের জন্ম পাকিস্তানে। মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত। কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ৪৯ ওডিআই ও ৩৫ টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
ম্যাচ-উত্তর প্রতিক্রিয়ায় মোনাঙ্ক বলেন, তারা ভেবেছিলেন ১০ রান কম হয়েছে তাদের। পাওয়ারপ্লে ও শেষ পাঁচ ওভারে তাদের বোলাররা লড়াই করে সিরিজ জিতিয়েছেন, এমনটি মনে করেন মোনাঙ্ক।
১৪৫ তাড়া করতে নেমে ১৩৮ এ অলআউট হয়ে ছয় রানে হারের কোনো ব্যাখ্যা নেই নাজমুল হোসেন শান্তর কাছে। থাকার কথাও নয়। ‘প্রচণ্ড হতাশার এই হার। ইনিংসের মাঝামাঝিতে অনেক বেশি উইকেট হারিয়েছি। এটাই আমাদের হেরে যাওয়ার কারণ। আমরা ভালো খেলিনি। পরের ম্যাচে আরও ভালো পরিকল্পনা নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমাদের মনোভাব বদলাতে হবে। স্কিল নিয়ে কোনো সমস্যা নেই,’ একটানা মুখস্থ বুলি আওড়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ ১২ বলে বাংলাদেশের দরকার ছিল ১৫ রান। আলী খানকে চার মেরে রিশাদ হোসেন ইঙ্গিত দিয়েছিলেন ইতিবাচক ফলের। রিশাদ পরে আরেকটি বাউন্ডারি হাঁকালে চার বলে প্রয়োজন সাত রান। পরের বলেই রিশাদ উইকেটের পেছনে ক্যাচ দিলে যুক্তরাষ্ট্র পেয়ে যায় ঐতিহাসিক জয়। বাংলাদেশের জন্য একটি লজ্জার রেকর্ড উপহার দিয়েছে এই অভাবনীয় হার। ছেলেদের টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসাবে বাংলাদেশ শততম ম্যাচ হারল। এ পর্যন্ত বাংলাদেশ ১৬৮ আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে হার ১০০ ম্যাচে। বাকি ৬৮ ম্যাচের মধ্যে ৬৪টি জয়। চার ম্যাচে কোনো ফল হয়নি।
সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ হারা দলগুলোর মধ্যে বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের টি ২০ বিশ্বকাপজয়ী ক্যারিবীয়রা ৯৯ ম্যাচ হেরেছে। ১৯৩ ম্যাচ খেলেছে তারা। শ্রীলংকার হার ৯৮ ম্যাচে। তারা খেলেছে ১৮৯ আন্তর্জাতিক টি ২০। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ৯৫ হার তাদের ১৪৫ ম্যাচে। তালিকায় নিউজিল্যান্ডের স্থান পঞ্চম। বাকি চার দলের তুলনায় অবশ্য তাদের ম্যাচও বেশি। কিউইরা ২১৬ ম্যাচের ৯০টিতে হেরেছে।
বাংলাদেশ মোট ম্যাচের ৫৯.৫২ শতাংশ হেরেছে। কমপক্ষে ১০০ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার উপরে জিম্বাবুয়ে। মোট ম্যাচের ৬৫.৫১ শতাংশ হেরেছে তারা।
আন্তর্জতিক টি ২০তে সবচেয়ে বেশি হার
(শীর্ষ ১০)
দেশ ম্যাচ হার
বাংলাদেশ ১৬৮ ১০০
ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ ৯৯
শ্রীলংকা ১৮৯ ৯৮
জিম্বাবুয়ে ১৪৫ ৯৫
নিউজিল্যান্ড ২১৬ ৯০
পাকিস্তান ২৩৯ ৮৯
আয়ারল্যান্ড ১৬৫ ৮৬
অস্ট্রেলিয়া ১৮৮ ৮১
ইংল্যান্ড ১৮২ ৮০
দক্ষিণ আফ্রিকা ১৭৪ ৭৪