UsharAlo logo
মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে তরুণের লাশ উদ্ধার

pial
জুন ১৬, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্প থেকে নুর কামাল নামে এক রোহিঙ্গা তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের শেড নং ৭৪৩ রুম নং ৫ এর বাসিন্ধা মোহাম্মদ তৈয়ুবের ছেলে নুর কামাল বিষপান করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এনজিও পরিচালিত এক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গা তরুণের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এসএইস)