UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ৫ পাচারকারী

pial
জুন ৩, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকায় র‍্যাব-১৫’র সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে। কক্সবাজার র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন পাচারকারীকে আটক করে র‍্যাব-১৫’র সদস্যরা।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)