UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

pial
মে ৮, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। রবিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে ১৮ সদস্যের শ্রীলঙ্কা দল। এই দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ হলে অনুশীলনের জন্য নামতে পারবেন লঙ্কান ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক দিন অনুশীলন করে পরে বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর ১৩ মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৩ মে।

(ঊষার আলো-এফএসপি)