চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন তাইজুল ইসলাম। এইদিন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্ব ছাড়তে চাওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাইজুল জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
যদিও তাইজুল এটা পরিস্কার করে জানালেন যে, নেতৃত্ব পেলেও সেটি গ্রহণ করতে প্রস্তুত তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।’
এদিকে প্রশ্ন উঠছে যে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়লে কার কাঁধে উঠবে সেই দায়িত্ব? এ ব্যাপারে মুশফিকুর রহিম আগেভাগেই জানান, এই দায়ভার তিনি নেবেন না। মমিনুল হকেরও এনিয়ে আর ভাবনা নেই।
সিনিয়রদের তালিকা করলে এর পরেই আসবে তাইজুলের নাম। কিন্তু প্রশ্ন উঠেছে, অভিজ্ঞ তাইজুলকে কতটা মূল্যায়ন করে দল, ম্যানেজমেন্ট, সতীর্থরা?
জবাবে এই বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। অধিনায়কও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।’
উল্লেখ্য, নাজমুল হোসেন শান্ত আগেই বলে রেখেছেন যে বাংলাদেশ দলের হয়ে তিনি আর অধিনায়কত্ব করতে চান না। সিরিজ চলাকালীন তার এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিব্রত হয় বিসিবি। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হয় এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।