UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিকে প্রতিদিন সহযোগিতা করেছে রেড ক্রিসেন্টের ১৬শ স্বেচ্ছাসেবক

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১৭, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

দেশের বর্তমান প্রয়োজনে সড়কে সেবা প্রদানে প্রতিদিন কাজ করে যাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ১৬০০ স্বেচ্ছাসেবক। দেশের ৫২টি জেলায় নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় কাজ করছেন তারা। সোসাইটির ৬৮টি ইউনিটের মধ্যে ৫৬টি ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এ কাজে। সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন তারা।

শনিবার (১৭ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।বার্তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, জনগণের প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের সকল সঙ্কটের মুহূর্তে জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মানবতার কল্যাণমূলক কাজে নিয়োজিত রেখেছি।

সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, সোসাইটির প্রাণ তরুণ যুব স্বেচ্ছাসেবকরা বাংলাদেশে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, উদ্ধার, পুনর্বাসন কাজে সোসাইটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বর্তমান প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে।

বর্তমানে ৫২টি জেলায় যুবকরা সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনায় কাজ করছে। অন্যান্য জেলাতেও আমাদের স্বেচ্ছাসেবকরা সড়ক মহাসড়কে কাজ করতে প্রস্তুত আছে।