UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করলো ইরান

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে জানান, এই অভিযোগ ইরানবিরোধী ষড়যন্ত্র এবং ইসরায়েল ও বিভিন্ন বিরোধী সংগঠনগুলো ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বকে আরও জটিল করার চেষ্টা করছে।

এর আগে, মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিক ফরহাদ শাকেরির বিরুদ্ধে অভিযোগ তোলে, যেখানে বলা হয়, ২০২০ সালে কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। অভিযোগে জানানো হয়, শাকেরিকে ইরান সরকার ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরি করতে বলে, বিশেষ করে নির্বাচনের পর এই হত্যা সহজ হবে বলে ইরানের ধারণা ছিল।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, “ইরানের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।”

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে ইরানের বিরুদ্ধে কঠোর ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করতে পারেন। ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ট্রাম্প ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

ইরানও ট্রাম্পকে অতীতের নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভাদ জারিফ বলেন, অতীতের চাপ প্রয়োগের নীতির প্রতিক্রিয়ায় তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে অগ্রসর হয়।

মার্কিন নির্বাচনের দিন ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন, যা ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে।