UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

ঊষার আলো
ডিসেম্বর ১০, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার  দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা  পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির  ইনচার্জ উপরিদর্শক (এস আই) ছোটন শর্মা জানান, সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা পেরিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ট্রেনে কাটা পরে দুই জনের মৃত্যুর খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে কিন্তু পরিচয় শনাক্ত হয়নি । লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

ঊষার আলো-এসএ