UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে ট্রেনের টিকিট বিক্রি শুরু

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলমান লকডাউন শেষে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু করবে। এজন্য সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে কাউন্টারে শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি । ট্রেনের ৫০ শতাংশ টিকিট কাউন্টার এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানায়, বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে। ওই দিন একতা এক্সপ্রেস, ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস, ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা থেকে এবং ৭৮৩ টঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।

যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষভাবে নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে, কোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না। সব অগ্রিম টিকিট যাত্রার ৫ দিন আগে ক্রয় করতে পারবেন। তবে, অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়া যাবে না।

কমিউটার ট্রেনের টিকিট নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। বন্ধ থাকবে আসনবিহীন টিকিট বিক্রি ।  নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের অনুরোধ করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)