UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল জনশুমারি উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

pial
জুন ৮, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উদ্বোধনী খাম এবং স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে এই খাম ও স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

শুমারি কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা খুবই গুরুত্বপূর্ণ।

উক্ত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সংশ্লিষ্ট সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চলতি মাসের ১৫ থেকে ২১ জুন পর্যন্ত পুরো দেশে এ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এসএইস)