ঊষার আলো ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে এক ব্যাটিং তাণ্ডব দেখালেন সাকিব আল হাসান।
খুব অল্পের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির মালিক হননি তিনি।
এদিন ব্যাট হাত আলো ছড়ান সাব্বির রহমানও। এ দুই ব্যাটারের দারুণ ইনিংসে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৯৩ রানের বিশাল এক সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজি গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠের সেই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ২৯৩ রান সংগ্রহ করেছে রূপগঞ্জ।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ বলেই অর্ধশতক হাঁকান সাকিব আল হাসান। মোট ২৬ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি। এছাড়া সাব্বির রহমানও দেখিয়েছেন ব্যাটিং-নৈপুণ্য। মাত্র ১০ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন তিনি, খেলেছেন ৮৩ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস।
রূপগঞ্জের হয়ে ওপেনার রকিবুল হাসান ৪৭ এবং নাঈম ইসলাম করেন ৪২ রান। গাজী গ্রুপের পক্ষে খালেদ আহমেদ, আতিক এবং মাহবুব দুটি করে উইকেট লাভ করেন। এছাড়াও মাহমুদুলের শিকার একটি উইকেট।
(ঊষার আলো-এফএসপি)