UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি পুলিশের পরিচয়ে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়, আটক ১০

ঊষার আলো
মার্চ ১৫, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রবিবার (১৪ মার্চ) রাতে র‌্যাব অভিযান চালিয়ে দশ ব্যক্তিকে আটক করেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে অভিযুক্তরা চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করতো।

অভিযুক্তদের আটক করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, র‌্যাব ভুয়া ডিবি পুলিশের পরিচয় দেওয়া দশ জনকে আটক করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)