UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় হা-পা বাধা অবস্থায় ভ্যান চালকের লাশ উদ্ধার

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমুরিয়ায় মহিদুল শেখ মিলন (৩৯) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। সে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর কাকুড়পাড়া এলাকার ওমর আলী শেখের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর গোবিন্দকাটি এলাকার একটি বাগান থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিলন শেখ পেশায় ভ্যান চালক। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ভ্যান নিয়ে বের হয় এবং বিকেল বেলা পর্যন্ত সে চুকনগর বাসষ্ট্যান্ড এলাকায় ছিল। এরপর রাতে সে বাড়িতে ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে একটি বাগানে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটির দুই পা, হাত ও মুখ শক্ত করে বাঁধা ছিল। এছাড়া গলায় রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে রাখা ছিল। তাদের ধারণা, হত্যাকারীরা তাকে মেরে ভ্যান নিয়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে ডুমুরিয়া থানা ওসি (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, হাত-পা ও মুখ বাঁধা ভ্যান চালক মিলন শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন  কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়া চলছে।

এবিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, নিহত মইদুল বুধবার ভ্যান নিয়ে বাসা থেকে বের হন। পরবর্তিতে তিনি আর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। এঘটনায় আমরা তদন্ত করছি।

ঊআ-বিএস