UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ড্র করলেই লা লিগা রিয়াল মাদ্রিদের

pial
এপ্রিল ৩০, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার (৩০ এপ্রিল) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে হার এড়াতে পারলেই রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

৩৩ ম্যাচে ২৪ জয় এবং ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন টপ অব দ্য টেবিলে। দুইয়ে থাকা সেভিয়ার হতে ১৫ পয়েন্ট এগিয়ে লা লিগার ইতিহাসের সেরা ক্লাবটি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে তারা এগিয়ে রয়েছে ১৬ পয়েন্টে। গত নভেম্বরে তারা শীর্ষস্থান দখল করেছিল। এরপর থেকে তাদেরকে কেউ আর সরাতে পারেনি।

(ঊষার আলো-এফএসপি)