UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্রেজারের ধাক্কায় সেতু ক্ষতিগ্রস্ত

pial
মে ২৩, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বগুড়ার শেরপুরে বালু উত্তোলন করার ড্রেজার মেশিনের ধাক্কায় বেলগাছী সেতুর পিলারের পাইল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানের ঢালাই ভেঙে বের হওয়ায় রড আট ইঞ্চি দূরত্ব সৃষ্টি করেছে।

রবিবার (২২মে) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের মির্জাপুর-সুঘাট আঞ্চলিক সড়কের জোরগাছা নামক স্থানে বাঙালি নদীর ওপর নির্মিত সেতুর ৬ নম্বর পিলারে এ ঘটনাটি ঘটে।

এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহর নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী চালকসহ ড্রেজারটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটির ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করার আশ্বাসও দিয়েছেন।

(ঊষার আলো-এসএইস)