UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঊষার আলো
জুলাই ২৬, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনোয়ার হোসেন খান (৩০) নামে এক এক হাজতির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী দিপু বলেন, গতরাতে কারাগারে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আনোয়ার হোসেনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই হাজতি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না, তার বাবার নাম মৃত আছিউল হক খান বলেও জানান কারারক্ষী দিপু।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

ঊষার আলো-এসএ