UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

usharalodesk
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। ওইদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার একদিন পর শনিবার (২ অক্টোবর) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে এটি নিয়ে আমাদের কার্যক্রমও শুরু হয়ে গেছে। আশা করছি যে, সঠিক সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

(ঊষার আলো-এফএসপি)