ঊষার আলো ডেস্ক : ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসাথে ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন করা হবে। চলমান সংকটকালে আমরা বড় কোনো প্রকল্পের কাজ হাতে নিতে পারব না। তবে মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া।
(ঊষার আলো-এফএসপি)