ঊষার আলো ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ জুন) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭টি বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭১০ জন এবং মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬২ জন, গতবার লড়েছিল ৬৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের নৈব্যর্ত্তিক ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। নৈব্যর্ত্তিক পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে।
(ঊষার আলো-এসএইস)