UsharAlo logo
শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’

ঊষার আলো
জানুয়ারি ৭, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে ১০০০ শিক্ষার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন ১১ তলা হলের নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ নামকরণের সিদ্ধান্ত হয়েছিল। পরে শিক্ষার্থীদের প্রস্তাবিত নামের প্রেক্ষিতে ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষার্থীদের প্রস্তাবিত অন্যান্য নামগুলো ছিল- জুলাই স্মৃতি ভবন, জুলাই বিপ্লব ভবন, জুলাই ২৪ ভবন, বিজয় ২৪ ভবন।

ঊষার আলো-এসএ