UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় কেন্দ্রীয় পানি কমিটির বার্ষিক সাধারণ সভা

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : কেন্দ্রীয় পানি কমিটির বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১ টায় তালা উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পানি কমিটি নেতা অ্যাড. কামরুজ্জামান, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মো. রুহুল আমিন, আলাউদ্দীন জোয়ার্দার, মো. ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, আব্দুর রউফ বাবু, আ. রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যাপক রেজাউল করিম, শেখ সেলিম আকতার স্বপন, সরদার ইমান আলি, জি এম শহিদুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সরদার রফিকুল ইসলাম, মশিয়ূর রহমান, শফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, কালিপদ মন্ডল, মো. হাসান আলী, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, জহুরুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, ফাওজুল কবীর ও মো. আলামিন মোড়ল প্রমুখ।
সভায়- কপোতাক্ষ, শালতা, ভবদহ, বেতনা-মরিচ্চাপ অববাহিকায় নদী রক্ষার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া সভায় বক্তারা বলেন, নদী রক্ষায় টিআরএম’র বিকল্প কোন পথ নেই। সরকারের বিডিপি-২১০০ পরিকল্পনাতেও এ অঞ্চলের টিআরএম’র পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে। টিআরএম বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে বলে বক্তারা বলেন।