UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় টিআরএম বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ : ১৫ বাড়ি প্লাবিত

usharalodesk
মে ২৬, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্নীমার প্রভাবে কপোতাক্ষ নদে গত দু’দিন অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। বুধবার (২৬ মে) দুপুরে জোয়ারের পানির চাঁপে উপজেলার বালিয়ায় টিআরএম এর বাঁধ দু’দফা ভেঙ্গে যায়। এতে লোকালয়ে পানি প্রবেশ করলে একটি মাদ্রাসা সহ কমপক্ষে ১৫টি বাড়ি প্লাবিত হয়েছে। তবে, প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষনাত পদক্ষেপ গ্রহন করে ভেঙ্গে যাওয়া বাঁধ সংষ্কারের উদ্যোগ নেয়া হয়।
খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, ঘূর্নিঝড় ইয়াস তেমন কোনও প্রভাব এলাকায় পড়েনি।
তবে, বুধবার (২৬ মে) দুপুরে কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে বালিয়া বেইলী ব্রীজসংলগ্ন টিআরএম এর বেড়ী বাঁধ ভেঙ্গে যায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধ সংস্কার করার কিছুক্ষন পর একই এলাকায় আবারও বাঁধ ভেঙ্গে যায়।
খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল- হাসান, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, প্রকল্প বাস্তবায়স কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান রাচিব হোসেন রাজু ও জালালপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তি ক্ষতিগ্রস্থ বাঁধ সহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম জানান, ভেঙ্গে যাওয়া বাঁধের দুটি স্থান সংষ্কার করা হয়েছে। এরআগে, বাঁধ ভেঙ্গে বালিয়া মাদ্রাসা সহ সেখানকার ১৪/১৫টি বাড়ির আঙ্গীনায় এবং সংলগ্ন ছোট ছোট মৎস্য ঘেরে পানি প্রবেশ করে। তবে, পানিতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

(ঊষার আলো-এমএনএস)