UsharAlo logo
শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালেবান দখলে নিয়েছে আফগানিস্তানের ১১৬ জেলা : কাবুল সরকার

usharalodesk
জুলাই ১৬, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে এমনটি জানিয়েছেন কাবুল সরকার। আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান এবং তালেবানের সাথে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বৃহস্পতিবার রাজধানী কাবুলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে। এসব জেলার ১ কোটি ৩০ লাখ মানুষ তালেবান শাসনে বসবাস করছেন। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা। তালেবানের দখলে এই ১১৬টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো ৫০ কোটি ডলার মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ২৬০টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এদিকে, তালেবান গোষ্ঠী দাবি করেছেন আফগানিস্তানের অন্তত ২০০ জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তারা।

(ঊষার আলো-আরএম)