UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তিতাস নদীর পাড়ে কার্টনে নবজাতকের লাশ

ঊষার আলো
জুন ১২, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর পাড়ে কার্টন থেকে অজ্ঞাত একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেট মেরাতলী এলাকা তিতাস নদীর পাড় থেকে উদ্ধার করা হয় নবজাতকের মরদেহ।

সরাইল থানার ওসি এমরানুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাজপুর মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে নবজাতক কন্যাশিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একদিনের বাচ্চা। নবজাতকটির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঊষার আলো-এসএ