UsharAlo logo
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় জেলা আওয়ামী লীগ নেতা বাচ্চুর উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ

তেরখাদা প্রতিনিধি
জুলাই ৫, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু  বুধবার (৫ জুলাই) তেরখাদা উপজেলার আজিজিয়া মাদ্রাসা মসজিদে জোহর নামাজ আদায় শেষে ছাগলাদাহ ইউনিয়নের ইছামতি,কোদলা, ছাগলাদাহ বাজার সহ বিভিন্ন এলাকায় ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, লিফলেট বিতরণ, গণসংযোগ এবং মারকাজ মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন,যুবলীগ নেতা মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার, শেখ ফারুক আহমেদ, খান সেলিম আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী, সাবেক মেম্বার রবিউল ইসলাম, শিকদার ফরহাদ মেম্বার, মোল্লা এবাদুল ইসলাম, এরশাদ মোল্লা, সোহরাব মোল্লা, শরিফুল ফকির, মিলু ফকির,হাসিবুর রহমান,নাজির মুন্সী,শেখ মনির হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।